• ঢাকা
  • সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০১৯

জয়ের পর বাংলাদেশের ৪ ক্রিকেটারকে নিয়ে আইসিসির টুইট

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ক্রীড়া প্রতিবেদক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ের পর বাংলাদেশের ৪ ক্রিকেটারকে নিয়ে টুইট করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আলোচিত ওই ক্রিকেটাররা হলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টুইটার পেজে বাংলাদেশের এই চার তারকার ছবি পোস্ট করে স্ট্যাটাস দেয়।

ওই স্ট্যাটাসে আইসিসি জানায়, ‘২০০৭ সালের বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষ জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচেও রোববারের মতো মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা ছিলেন। ’

ওই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ২৫১ রান করে ৬৭ রানে জয় পায় বাংলাদেশ।

রোববারের আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেটাই ছিল বাংলাদেশের প্রথম জয়। চলতি বিশ্বকাপের আগে বিশ্ব মঞ্চে তিন ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে জিতে আফ্রিকা, একটি মাত্র ম্যাচে জয় পায় বাংলাদেশ।

২০০৭ সালের বিশ্বকাপের ওই ম্যাচে খেলা সাকিব-তামিম-মুশফিক-মাশরাফি খেলছেন এবারের বিশ্বকাপে। রোববার সাকিব-মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে ৩৩০ রান করে বাংলাদেশ। ২১ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর
error: Content is protected !!