• ঢাকা
  • শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০১৯

আরো কয়েকদিন বৃষ্টি চলবে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
অনলাইন ডেস্ক :

ভোর রাতেই হয়ে গেছে এক পশলা বৃষ্টি। সকালটাও ছিল অন্যরকম। তবে ১০ টা পেরোতেই আকাশ ছেয়েছে কালো মেঘে। তারপর সেই মেঘ নেমেছে ঝুম বৃষ্টি হয়ে। এমন দিনে যারা ঈদযাত্রায় বেরিয়েছেন তারা পড়েছেন কিছুটা মুশকিলে।

অবশ্য ঈদযাত্রায় যে বৃষ্টি বাগড়া দিতে পারে সে আভাস বেশ আগেই দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদফতর।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানায়, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ফলে এটি থেমে যাবে। তবে আগামী দুইদিন এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাধারণত মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয় সেটি দীর্ঘক্ষণ হয়। চলতি সপ্তাহে দেশের উপকূলে মৌসুমি বায়ু চলে আসার কথা। এর মধ্য দিয়ে বাংলাদেশে বর্ষা মৌসুমের আবির্ভাব ঘটবে। কমে যাবে তাপমাত্রা।

অন্যদিকে আবহাওয়া বিভাগের এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর,মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর গুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!