• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩০ মে, ২০১৯

উস্কানি সত্ত্বেও সহিংস পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

মিয়ানমারের উস্কানি সত্ত্বেও সহিংস পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বলেছেন, মিয়ানমারের উস্কানি সত্ত্বেও সহিংস পরিস্থিতি এড়াতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই নানা সীমাবদ্ধতার পরেও বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে জাপানের সম্প্রচার মাধ্যম নিক্কি আয়োজিত ২৫তম ফিউচার অব এশিয়া কনফারেন্সে মূল বক্তব্য উপস্থাপনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বর্তমানে বাংলাদেশের উন্নয়নচিত্র তুলে ধরেন। তিনি বলেন, ক্রমর্বধমান অর্থনীতিতে দেশের প্রতিটি নাগরিক যেন সুফল পায় তা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদসহ এশিয়া অঞ্চলের নেতারা বক্তব্য দেন।

মূল বক্তব্য উপস্থাপনায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে একসাথে কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। এ জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে যৌথ পরিকল্পনার প্রয়োজন বলে জানান তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!