• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ মে, ২০১৯

জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশকে আগামীর দিনের উদীয়মান অর্থনীতি উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে জাপানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি।
জাপানে স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দেশটির শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাওয়া ব্যবসায়ী নেতারাও অংশ নেন এই বৈঠকে। আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘২০১৬ সালে জাপান সফরের পর বাংলাদেশে বিনিয়োগ বেড়েছিল দেশটির। বাংলাদেশের শিল্প অর্থনীতির সম্ভাবনার বিভিন্ন খাতের বর্তমান সাফল্য তুলে ধরেন তিনি। জাপান বাংলাদেশের মধ্যে বর্তমানে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা জাপানের ব্যবসায়ীদের আরো বড় পরিসরে বিনিয়োগের আহবান জানান।’

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!