• ঢাকা
  • শুক্রবার, ১২ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৮ মে, ২০১৯

চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার॥

অত্যান্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমমবার ২১ রমজান চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনজ রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধরণ সম্পদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, আলোকিত চাঁদপুর এর প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন, দৈনিক ইলশে পাড়ের প্রধান সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন প্রমুখ।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় ইফতার পূর্বক দোয়া ও মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোষাধক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, গণমাধ্যমকর্মীরা তাদের লেখনির মাধ্যমে সমাজের ভালো দিক, মন্দ দিকসহ সকল অসঙ্গতি তুলে ধরেন। পাশাপাশি তারা সরকারের উন্নয়ন গণমানুষের কাছে তুলে ধরেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে যা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আসুন দেশ ও জাতির কল্যানে আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের সঠিক চিত্র ফুটে উঠে। জাতির জনকের সোনার বাংলা গড়তে আমরা সবাই এক সাথে কাজ করে যাবো। সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবো।

পৌর মেয়র বলেন, চাঁদপুরে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের ভালো লাগে। আপনারা এটি ধরে রাখবেন। চাঁদপুরকে নিরাপদ, সুন্দর রাখতে আপনাদের সহোযোগিতা অব্যাহত রাখবেন।

আবু নঈম দুলাল তার বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকরা অনেক বেশঅ পরিশ্রমী। তারা তৃণমূল থেখে সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকলে মিলে মিশে কাজ করবো এই হোক প্রত্যয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক মতলের আলোর যুগ্ম সম্পাদক ডা. মাসুদ হাসান, দৈনিক চাঁদপুর প্রবারের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা কার্যকরি পরিষদের সহ-সভাপতি কেএম মাসুদ, এমএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, যুগ্ম সম্পাদক আশিক বিন রহিম, কার্যকরি সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি আলম পলাশ ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সম্মানিত সদস্য মাসুদ আলম, আব্দুস সোবাহান রানা, মিজানুর রহমান লিটন, মুহাম্মদ আলমগীর, শেখ আল মামুন, এমআর ইসলাম বাবু, কাদের পলাশ, শাওন পাটওয়ারী, অভিজিং রায়, ফাহিম শাহরিন কৌশিক, এসএম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, এমআই দিদার।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!