• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৬ মে, ২০১৯

সুদ খোরের হাত থেকে রক্ষা পেতে, শাহরাস্তিতে ইউওনোর নিকট অসহায় মহিলার অভিযোগ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ

শহরাস্তি উপজেলার কাজিরকাপ গ্রামের (চেরাজ উদ্দীন বেপারী বাড়ি)এর মৃত ছিদ্দিকুর রহমান এর স্ত্রী তাহেরা বেগম এপ্রতিনিধিকে জানান তার স্বামী মৃত ছিদ্দিকুর রহমান প্রায় তিন বছর পূর্বে তার স্বামী জীবিত থাকা কালীন রায়শ্রী (দঃ) ইউনিয়নের নাহারা গ্রামের জোৎস্না বেগম (৪৫) ( স্বামী অজ্ঞাত) থেকে ৯০হাজার টাকা সুদে নিয়েছিল। উক্ত টাকা নেওয়ার সময় আমার স্বামী হতে ব্লাংকস্ট্যাপে স্বাক্ষর নিয়ে নিয়েছিল। তাহেরা বেগম এ প্রতিনিধিকে আরও জানান, আমরা অসহায় গরীব প্রয়োজনের তাগিদে ঔ টাকাটা আমার স্বামী নিয়েছিল। এরপর থেকে ধার,দেনা ও জমি বিক্রি করে উক্ত বিবাদীকে ১,৮,০০০০টাকা পরিশোধ করি এবং ব্লাংকস্ট্যাম ফেরত চাইলে, বর্ণিত বিবাদী বলেন আপনারা যে টাকা দিয়েছেন, সে টাকা সুদের টাকা। আপনাদের নিকট এখনও সুদ আসলে ২,৫০,০০০/— টাকা পাওনা। যদি টাকা না দেন, তাহলে, আনার ঘর বাড়ি দখল করব।
সেই সুদখোর জোৎস্না বেগম এর হাত থেকে রক্ষা পেতে গত ২১/০৩/২,০১৯ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন, মৃত ছিদ্দিকুর রহমানের স্ত্রী তাহেরা বেগম।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শাহরাস্তি এর আরও খবর
error: Content is protected !!