• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০১৯

সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে সকল পেশার মানুষকে এগিয়ে আসা উচিত : অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ ব্যুরো:
শনিবার বিকালে ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত পাঠক ফোরামের সহসভাপতি খোরশেদ আলম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি সমৃদ্ধ ফরিদগঞ্জ গড়তে সকল পেশার মানুষকে এগিয়ে আনা উচিত। কারণ জনপ্রতিনিধিসহ আমরা যেই যেই পেশায় রয়েছি, তারা ফরিদগঞ্জবাসী হিসেবে গর্বিত। গর্বের স্থানটিকে যদি আমরা উন্নয়নের রোর মডেল হিসেবে দাঁড় করাতে না পারি, তবে আমাদের জনগণের সামনে দাঁড়ানোর সুযোগ থাকবে না। ফরিদগঞ্জ বার্তার মতো পত্রিকাগুলো আমাদেরকে সংঘবদ্ধ করতে এই ভুমিকা পালন করতে পারে। পত্রিকার পক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্র্ধনা প্রদানকে দৃৃষ্টান্ত মূলক আখ্যায়িত করে বলেন, এটিন আমাদেরকে ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে কাজ করার জন্য উৎসাহিত করবে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগরের পরিচালনায় অন্যান্যেল মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাংগীর শিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহম্মদ, মাজুদা বেগম, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, ফরিদগঞ্জ এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর সম্পাদক পরিষদের সভাপতি আব্দুর রহমান, বার্তা পাঠক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল আমিন শাহীন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুকবুল আহাম্মদ, সেক্টর কমা-ার’স ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম তবিবুল্ল্যা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সুধী সমাজের নেতৃবৃৃন্দ। পরে দুপ্রক সদস্য রিয়াজ আহামদ ফরিদীর মুনাজাত পরিচালনা করেন। এর আগে প্রধান অতিথি উপজেলার ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও সনদপত্র তুলে দেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!