• ঢাকা
  • শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মে, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৪ মে, ২০১৯

কচুয়া উপজেলা চেয়ারম্যানের নিজেই ব্যতিক্রমী মাইকিং প্রচারনা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কচুয়া প্রতিনিধি॥
খাদ্য গুদামে নিজে সরাসরি সরকারী ন্যায্যে মূল্যে ধান দিন। দালালদের যে কোন প্রতারনা থেকে নিজে মুক্ত থাকুন। এমনি ভাবে নিজে মাইকিং করে কৃষকদের উৎসাহিত করে চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির উপজেলার রহিমানগর বাজারসহ ও বিভিন্ন এলাকায় নিজের গাড়ির উপর সাউন্ড বক্স লাগিয়ে সাধারন কৃষকদের প্রতি আহবান জানিয়ে গত বৃহস্পতি ও শুক্রবার ব্যতিক্রমী মাইকিং করেন।
মাইকিং কালে তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে প্রতি মন ধান ১হজার ৪০ টাকা মূল্যে ক্রয় করছেন। কচুয়া খাদ্য গুদামে উল্লেখিত মূ্ল্েয ধান সংগ্রহের কার্যক্রম হিসেবে প্রত্যেক কৃষক সর্বনিন্ম ৩ মন এবং সর্বচ্চ সাড়ে ২৭ মন (১টন) ধান বিক্রি করতে পারবেন। তাই কোনো দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি যাদের কৃষি কার্ড রয়েছে আপনারা ওই খাদ্য গুদামে ধান নিয়ে বিক্রি করার জন্য আহবান জানান তিনি। এদিকে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের এমনি ব্যতিক্রমী প্রচারনাকে স্বাগত জানিয়ে এলাকার সাধারণ কৃষকসহ সচেতন মানুষ।
উল্লেখ্য যে, এ বছর কচুয়া উপজেলা খাদ্য গুদামে প্রায় ৫২ হাজার কার্ড ধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!